Thursday, August 14, 2025

‘আমরা ফুটবল ক্লাব কোন হাসপাতাল নই, আমরা নেইমারকে নিতে পারছি না’- লেইলা

আরও পড়ুন

সৌদি আরবের ফুটবলে নেইমার জুনিয়র নাম লিখিয়েছেন দেড়বছর আগে। তবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড মাঠের চেয়ে বাইরেই বেশি সময় কাটিয়েছেন। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি-তে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ২০২৩ সালে ক্লাবটি যখন ছাড়েন, তখন ভিন্ন ভিন্ন চোটে ক্লাবটির হয়ে তিনি যা ম্যাচ খেলেন, তার চেয়ে বেশি ম্যাচ করেন মিস। ফর্মহীনতা নয়, ক্যারিয়ারজুড়ে ভোগানো ইনজুরি নেইমারের কাছ থেকে আরও একটি বছর কেড়ে নিয়েছে। গুঞ্জন উঠেছে, এমন ইনজুরি-প্রবণ তারকাকে ছেড়ে দিতে যাচ্ছে আল-হিলাল।

আরও পড়ুনঃ  আমার একমাত্র আইডল হযরত মুহাম্মদ (সা.): সাফজয়ী মিরাজুল

কয়েক দিন আগেই স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের খবরে বলা হয়েছিল, সৌদির ক্লাবটিকে নিয়ে খুশি নন নেইমার। ফলে এই ক্লাব ছেড়ে দিচ্ছেন তিনি। আর সৌদি ছেড়ে নেইমার এবার ফিরছেন ব্রাজিলে এমনটাও বলা হয়েছিল খবরে। অনেকেরই ধারণা ছিল দেশে ফিরলে পালমেইরাসের হয়ে খেলতে পারেন তিনি।

তবে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। তাদের সভাপতির সাফ কথা, চোটপ্রবণ নেইমারকে সুযোগ পেলেও দলে নেবেন না তারা! ফ্রি এজেন্ট হিসেবে নেইমারকে নেবেন কি না, এই প্রশ্নের উত্তরে পালমেইরাসের সভাপতি লেইলা সরাসরি অমতের কথা জানিয়েছেন। তিনি বলেন, নেইমার পালমেইরাসে যোগ দেবেন না। এই ক্লাব তো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়। আমি এমন কাউকে দলে চাইব, যে অবিলম্বে দলে যোগ দিতে আসবে, আর কোচ চাইলে আগামীকালই খেলতে পারবে।

আরও পড়ুনঃ  অবশেষে ঢাকায় ফিরছেন হাথুরুসিংহে

উল্লেখ্য, পেশাদার ক্লাব ক্যারিয়ারে নেইমারের শুরুটা নিজ দেশের ক্লাব সান্তোস থেকে শুরু হয়। এরপর ইউরোপে পাড়ি জমান তিনি। খেলেন বার্সেলোনা ও পিএসজিতে। ইউরোপ অধ্যায় শেষ করে নেইমার এখন এশিয়াতে। আল হিলাল ক্লাবের স্কোয়াড মেম্বার তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ