Monday, August 18, 2025

আজ সভায় বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরও পড়ুন

দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয়-স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি— এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সভায় কেন্দ্রীয় সমন্বায়ক কমিটির ১৫৮ জনকে যথাসময়ে উপস্থিত থেকে চলমান পরিস্থিতি বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে নিয়ে আসার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  ‘ফারুকী-বশিরকে উপদেষ্টা করা শহীদের রক্তের সঙ্গে বেঈমানি’

সর্বশেষ সংবাদ