Friday, January 10, 2025

মামলার আসামি কি না জানি না, ছাত্র আন্দোলনের সাথে ছিলাম: বাণিজ্য উপদেষ্টা

আরও পড়ুন

নতুন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন- ফাইল ছবি
নতুন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন বলেছেন, তিনি জানেন না, তিনি কোনো মামলার আসামি কি না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সেখানে পিতার নামের সাথে কোনো অমিল রয়েছে।’

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে এসব মন্তব্য করেন তিনি। তিনি জানান, ছাত্র আন্দোলনের চেতনার সঙ্গে ছিলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে তিনি কঠোর পরিশ্রম করবেন। বলেন, ‘মানুষের কষ্ট আমি বুঝি, এবং এই দায়িত্বকে আমি একটি কর্তব্য হিসেবে দেখছি।’

আরও পড়ুনঃ  বিসিএসে মামা-চাচার রাজনৈতিক কারণে কেন চাকরিবঞ্চিত হবে : সারজিস

দায়িত্ব নেয়ার আগে ব্যবসায়ী হিসেবে তার সব ধরনের কার্যক্রম থেকে তিনি অব্যাহতি নিয়েছেন বলেও সাংবাদিকদের জানান তিনি।

উপদেষ্টা হিসেবে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেন সেখ বশিরউদ্দীন। পরে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেয়ার পর আজ মন্ত্রণালয়ে তার প্রথম কর্মদিবস।

সর্বশেষ সংবাদ