Monday, August 18, 2025

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা দেওয়ার চেষ্টায় মামলা

আরও পড়ুন

গাজীপুরের কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজকে বাধা প্রদানের চেষ্টার ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। মামলায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করা হয়।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের বেঞ্চ সহকারী (নাজির) আতিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামিরা হলেন– আরিফ, রাজু আহমেদ, সজীব হোসেন, আনোয়ার হোসেন, হানিফ আলী এবং সোহেল মিয়াসহ অজ্ঞাতদের আসামি করা হয়।

আরও পড়ুনঃ  তালাক দেয়া স্ত্রীর সঙ্গে যোগাযোগ নিয়ে দ্বন্দ্ব, বাবাকে খুন করলো ছেলে

মামলার বাদী আতিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে কালিয়াকৈরের সফিপুর কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছিল। এ সময় উল্লিখিত আসামিরা আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজকে বাধা প্রদান এবং সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ উপজেলার সফিপুর কাঁচা বাজারে প্রবেশ করেন। মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় চালান না থাকায় দোকানি আরিফুল ও রাজু মিয়াকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। একপর্যায়ে অসাধু কয়েকজন ব্যবসায়ী একত্র হয়ে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে। তারা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সদস্য ও ভূমি কর্মকর্তাদের উদ্দেশ করে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ ঘটনাস্থলে পৌঁছলে অসাধু ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ