Monday, August 18, 2025

বাঘায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল বিএনপির কার্যালয়

আরও পড়ুন

বাঘায় রাতে আগুন দিয়ে আড়ানী ইউনিয়ন বিএনপির কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ নভেম্বর) রাতে ইউনিয়নের ঝিনা রেলগেট বাজারের দক্ষিণে বিএনপির কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের বারান্দা, আসবাবসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।

জানা গেছে, ১৭ বছর আগে ঝিনা বাজারে সেমিপাকা ঘরে বিএনপি কার্যালয় করা হয়। দীর্ঘদিন নেতাকর্মীরা বসেননি কার্যালয়টিতে। সরকার পতনের পর নেতাকর্মীরা কার্যালয়টি ব্যবহার শুরু করেন।

বাজারের পাহারাদার রফিকুল ইসলাম জানান, রাত ২টার দিকে দুর্বৃত্তরা আগুন দিয়ে চলে যায়। পরে স্থানীয় বাসিন্দারা এসে আগুন নিভিয়ে ফেলেন।

আরও পড়ুনঃ  ভোলায় স্কুল মাঠ থেকে উদ্ধার বিদেশি শটগান, মালিকানা নিয়ে ধোঁয়াশা

আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাছ আলী অভিযোগ করেন, ছাত্র-জনতার আন্দোলনের পর কার্যালয়টি ব্যবহার শুরু হয়েছে। সবাই দলের লোকজন নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করলেও আওয়ামী লীগের কিছু লোক প্রভাব খাটানোর চেষ্টা করছে। তারাই বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ