Friday, January 10, 2025

হয় তারা থাকবে, না হয় আমরা: ছিনতাই ইস্যুতে ওসি ইফতেখার

আরও পড়ুন

ছিনতাইকারীদের হুঁশিয়ারি দিয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেছেন, এই এলাকায় হয় তারা থাকবে, না হয় আমরা থাকবো।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মোহাম্মদপুরের ছিনতাইপ্রবণ এলাকা চাঁদ উদ্যান এলাকায় এক পদযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সামাজিক সংগঠন ‘সেভ বিডি’ আয়োজনে এই পদযাত্রায় সংগঠনের ছাত্র-জনতা, স্থানীয় সাধারণ মানুষ এবং মোহাম্মদপুর থানা পুলিশ অংশ নেয়।

এ সময় মোহাম্মদপুর থানার ওসি বলেন, “মোহাম্মদপুর দীর্ঘদিন যাবৎ অপরাধের স্বর্গরাজ্য। ঢাকা শহরে যদি টপ টেরোর ১০ জনের তালিকা করেন, তাহলে ৬ জন পাবেন যাদের জন্ম এবং বেড়ে ওঠা মোহাম্মদপুরে। এটা বিগত ত্রিশ-চল্লিশ বছরের ইতিহাস। টপ টেরোর যেমন আছে, টপ টেররের ছানাপোনাও তেমনি আছে। এটাই বাস্তবতা এবং এটা মেনে নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। অগ্রাধিকারী ভিত্তিতে আমাদেরকে লোকবল দেয়া হয়েছে, পরিবহন দেয়া হয়েছে। আমরা মোহাম্মদপুরকে সন্ত্রাসমুক্ত করার জন্য যা যা করা প্রয়োজন আমরা তাই তাই করব। হয় তারা থাকবে, অথবা আমরা থাকবো।”

আরও পড়ুনঃ  মোহাম্মদপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের অন্তত ৪৫ জন আটক

এ সময় মোহাম্মদপুর থানা পুলিশ এবং সেভ বিডির পক্ষ থেকে সাধারণ মানুষকে ছিনতাইকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান করা হয়।

‘সেভ বিডি’ সংগঠনের সভাপতি জাহাঙ্গীর পাভেল বলেন, ‘ছিনতাইকারীরা আমাদের আশপাশেই বসবাস করে৷ তারা সমাজের জন্য, আপনার জন্য, আপনার পরিবারের জন্য হুমকি। সুন্দর সমাজ গড়ে তুলতে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে৷ আপনারা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন। পুলিশকে তথ্য দিন। আপনার সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে সন্ত্রাস দমন কঠিন।

আরও পড়ুনঃ  কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সর্বশেষ সংবাদ