Monday, August 18, 2025

এবার প্রকাশ্যে জবি ছাত্রশিবিরের ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

আরও পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে এসেছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে জবি শাখা ছাত্রশিবিরের এ কমিটি প্রকাশিত হয়। চলতি বছরের জানুয়ারিতে এ কমিঠি গঠিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দেখা দেছে।

এতে সভাপতি হিসেবে আছেন, মো. ইকবাল হোসেন শিকদার, সেক্রেটারি মো. আসাদুল ইসলাম। এছাড়া অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন- অফিস সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, বিজ্ঞান, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক নাজমুল হক, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম আলী, বায়তুলমাল সম্পাদক মো. শাওন সরদার, দাওয়াহ সম্পাদক, মো. আরিফুল ইসলাম। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাঈন উদ্দিন। স্কুল, বিতর্ক ও তথ্য প্রযুক্তি সম্পাদক নাহিদ হাসান রাসেল, সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ। আবাসন ও পাঠাগার সম্পাদক মো. মাসুম বিল্লাহ। ছাত্র আন্দোলন ও শিক্ষা সম্পাদক শাহিন আহমেদ। এইচআরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মোহাম্মদ জাহেদ, আইন সম্পাদক হয়েছেন মো. সোহাগ আহমেদ।

আরও পড়ুনঃ  দয়া করে আমার প্রতি একটু ইহসান করুন : আজহারী

এর আগে গত ১১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি হিসেবে প্রকাশ্যে আসেন ইকবাল হোসেন শিকদার ও আসাদুল ইসলাম এবং একইদিন প্রচার সম্পাদক হিসেবে প্রকাশিত হয় মো. ইব্রাহিম আলীর নাম।

এ বিষয়ে শিবির সভাপতি ইকবাল হোসেন চ্যানেল 24 অনলাইনকে বলেন, আমাদের কমিটি প্রতিবছর জানুয়ারিতেই সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। এরপর পরামর্শ সভার আলোচনার মাধ্যমে কমিটি ঘোষণা হয়। কৌশলগত কারণে এতদিন সকলের পরিচয় প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ  তরুণীর সঙ্গে ৬ বছর ধরে প্রেম, বিয়ে করতে না চাওয়ায় প্রেমিকের কাণ্ড

নিজেদের ও ক্যাম্পাসের ছাত্ররাজনীতির পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমরা আদর্শিক ও গঠনতান্ত্রিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। আমরা একটি সংস্কার মূলক ও চাঁদাবাজি, র‍্যাগিং বিভিন্ন হয়রানি মুক্ত ক্যাম্পাস গড়তে কাজ করবো। বিশ্ববিদ্যালয়ের যেহেতু হল নেই তাই আবাসন সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করার চেষ্টা করব।

অফিস সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, আমাদের কমিটি জানুয়ারিতে হয়েছে। আমরা তো ইসলামী আন্দোলন করি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আমাদের সংগঠনে কাউকে দায়িত্বশীল করার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- পদের প্রতি লোভহীনতা। কেউ যদি মনে করে আমি এই পদের যোগ্য তাহলে প্রথমেই তাকে সেই পদ থেকে বাদ দিয়ে দেয়া হয়। আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি পদ পদবীর জন্য নয়। আমাদের পদ পদবী সাংগঠনিক শৃঙ্খলার একটি নামমাত্র।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ