Monday, August 18, 2025

সবাইকে সাকিবের পাশে থাকার আহ্বান মিরাজের

আরও পড়ুন

বাংলাদেশের স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে অনেকেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উত্তরসূরি হিসেবে বিবেচনা করে থাকেন। তার অলরাউন্ডার হিসেবে উত্থান, ব্যাট ও বল হাতে ধারাবাহিক অবদান রাখা সাকিবের মতোই প্রতীয়মান হয় অনেকের কাছে। তবে মিরাজ নিজে এই তুলনা খুব একটা পছন্দ করেন না। তার মতে, সাকিবের সঙ্গে তার তুলনা করা এখনই সঠিক নয়।

ঢাকা টেস্টে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে মিরাজ এ প্রসঙ্গে বলেন, ‘সবাই বলে আমি সাকিব ভাইয়ের জায়গায় আসব, কিন্তু সাকিব ভাই ১৭ বছর ধরে খেলছেন, অনেক বড় অর্জন তার। আমি মাত্র ১-২ বছর ধরে রান করা শুরু করেছি। সাকিব ভাই শুরু থেকেই রান করেছেন।’

আরও পড়ুনঃ  আ.লীগ রাতে কালনাগিনী, দিনের বেলায় ওঝা : মামুনুল হক

২৬ বছর বয়সী এই অলরাউন্ডার আরও বলেন, ‘উনি ওনার জায়গায়, আমি আমার জায়গায়। একজন খেলোয়াড়কে আরেকজনের সঙ্গে তুলনা না করাই ভালো। আমি ৭-৮ নম্বরে ব্যাট করি, সাকিব ভাই টপ অর্ডারে ব্যাট করেছে। আমার সময় আসলে দলের জন্য ভালো খেলতে চেষ্টা করব।’

এই টেস্ট হওয়ার কথা ছিল সাকিবের বিদায়ী ম্যাচ, তবে নিরাপত্তাজনিত কারণে তাকে শুরুতে স্কোয়াডে রাখা হলেও পরে বাদ দেওয়া হয়। এ নিয়ে মিরাজ বলেন, ‘সাকিব ভাই কেন খেলতে পারেননি তা সবাই জানে। তিনি কিংবদন্তি, তার অবদান কেউ অস্বীকার করতে পারবে না। সবাইকে তার পাশে থাকা উচিত।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ