Monday, August 18, 2025

রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ: হাসনাত আবদুল্লাহ

আরও পড়ুন

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারীদের উদ্দেশে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের সেনাপ্রধান দেশের বাহিরে আছেন। এই অবস্থায় রাষ্ট্রপতির পদত্যাগ হলে সমস্যায় পড়তে হবে। সেনাপ্রধান দেশে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে।

মঙ্গলবার ২৩ অক্টোবর রাতে বঙ্গভবনের সামনে আন্দোলনকারীদের সামনে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, প্রধান দলগুলোর সাথে পরামর্শ করে গ্রহণযোগ্যব্যক্তিকে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার বিষয়ে নিশ্চিত করতে হবে। তারপর বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদত্যাগে বাধ্য করা হবে। এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে।

আরও পড়ুনঃ  মাদরাসায় যাওয়ার পথে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু

তিনি বলেন, এই মুহূর্তে রাষ্ট্রপতির পদত্যাগ হলে পাশ্ববর্তী রাষ্ট্র যে কোন ষড়যন্ত্র করার সুযোগ পাবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ