Sunday, August 17, 2025

মিছিল নিয়ে হাইকোর্টের ভেতরে ছাত্ররা

আরও পড়ুন

আওয়ামীপন্থী বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্টের ভেতরে প্রবেশ করেছে ছাত্রদের একটি মিছিল। বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে নানা স্লোগান দিতে দিতে তারা হাইকোর্টের ভেতরে ঢুকেন।

এ সময় ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’ এমন নানা স্লোগান দেন তারা।

আরও পড়ুনঃ  আগামী মাসেই বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি করতে চায় নেপাল

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম নিজেদের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে আওয়ামীপন্থী বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দেন।

আরও পড়ুন: বিভিন্ন অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ প্রধান বিচারপতির

কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১১টার পর থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হল ছাড়াও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাইকোর্টের ভেতরে এসে অবস্থান নিতে দেখা যায়।

আরও পড়ুনঃ  ‘ডিবি হারুন’ সন্দেহে উত্তরায় যৌথ অভিযান

অন্যদিকে বিভিন্ন অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান বিচারপতি। ধারণা করা হচ্ছে, হাইকোর্টে এসব বিচারপতি তাদের বিচারিক ক্ষমতা হারাতে পারেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ