Wednesday, August 20, 2025

খেলাফত মজলিসে যোগ দিলেন মুফতি আলী হাসান ওসামা

আরও পড়ুন

খেলাফত মজলিসে যোগ দিলেন ওয়ায়েজ মুফতি আলী হাসান ওসামা। আজ বুধবার ( ১০ অক্টোবর) দুপুর আড়াইটায় রাজধানীর বিজয়নগর দলটির কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলে যোগদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদির, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মোঃ মুনতাসির আলী, অধ্যাপক আব্দুল জলিল, ইসলামী ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী), মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার প্রমুখ।

আরও পড়ুনঃ  এবার প্রকাশ্যে জাবি শিবির সভাপতি-সেক্রেটারি

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন দলটির নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

তিনি জানান, তিনি (মুফতি আলী হাসান উসামা) বেশ কিছু দিন ধরে আমাদের দলের সাথে যুক্ত হওয়ার জন্য আলোপ-আলোচনা চলছিল। আমরা আমাদের সংবিধান তাকে দিয়েছি, তিনি পড়েছেন, বুঝেছেন। তারপর আরো সময় নিয়ে আমাদের অফিসে এসেছিলেন আরও একবার। দীর্ঘ অনেকগুলো বৈঠক হয়েছে। একপর্যায়ে আজ তিনি জেনে-বুঝেই আমাদের দলের সাথে যুক্ত হয়েছেন।

‘আমরা মনে করি সকল ইসলামি দলের মধ্যে বিভেদ তৈরী না হয়ে একতা তৈরী হওয়ার সময় এখন’ বলে উল্লেখ করেন দলটির নায়েবে আমীর।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ