Wednesday, August 13, 2025

‘গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে’

আরও পড়ুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন ‘প্রচলিত গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে। ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।’

রোববার (৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মোকামবাড়ি শাহি ঈদগাহ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে গণহত্যার বিচারসহ ৪ দফা দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়।

ইসলামী দলগুলোর ঐক্যের বিষয়ে তিনি বলেন- ‘ঐক্যের ডাক এসেছে। আমরা চাই ইসলামী দলগুলোর একটিমাত্র বাক্স থাকুক। সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শাসন কায়েম করতে হবে।’

আরও পড়ুনঃ  জামালপুরে চাঁদা দাবি করায় জামায়াত নেতার ভাতিজা গ্রেপ্তার

তিনি আরও বলেন- ‘ভারতে মুসলমানরা তাদের ধর্মীয় নিয়মকানুন পালন করতে পারে না। বিজাতিয়রা বিশ্ব দরবারে ইসলামকে এমনভাবে উপস্থাপন করেছে যে মানুষ ইসলামের কথা শুনলে ভয় পায়। আসলে ইসলাম শান্তির ধর্ম। ভয়ের জিনিস না। ইসলামে চোরের হাত কাটার নিয়ম আছে। তবে ব্যাখ্যাটা জানতে হবে। চোর দুই প্রকার- অভাবী চোর, স্বভাবী চোর। ক্ষুধার জ্বালায় বা অভাবিরা চুরি করলে তাকে ক্ষমা করা যায়। কিন্তু আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ ও আমলারা হচ্ছে স্বভাবী চোর। তারা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। তাদের কয়েকজনের হাত কেটে দিলে অন্যরা সাবধান হয়ে যাবে।’

আরও পড়ুনঃ  জানা গেল উপকূল থেকে ঘূর্ণিঝড় ‘ডানা’র অবস্থান

গত ৫ আগস্ট -এর বিষয়ে তিনি বলেন- ‘ছাত্র-জনতার আন্দোলনে কত মায়ের বুক খালি হলো, কত মেধাবী জীবন দিল আরেক দিকে একদল লোক লুটপাট নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, বরিশালের জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি হেদায়াতুল্লাহ্ খাঁন আজাদি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যব, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নূর হোসাইন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, উত্তর জেলা সভাপতি কে এম হুমায়ূন কবির, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা সভাপতি হোসাইন আহমাদ।

আরও পড়ুনঃ  ফ্রিতে নৌকা না পেয়ে ঘাটের কর্মচারীকে পেটালেন অতিরিক্ত ডিআইজি

সমাবেশটিতে সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার ও যুব আন্দোলন চান্দিনা উপজেলা শাখার সহসভাপতি জোবায়ের খাঁন ফরাজী।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ