Wednesday, August 20, 2025

জাহাঙ্গীরনগরে সাবেক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু

আরও পড়ুন

গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। পরে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিস নিয়ে যায়। পরে প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

এরপর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

আরও পড়ুনঃ  সমন্বয়ক সুজন যাবে বাড়ি, দিতে হবে গাড়ি

প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, পুলিশের কাছে সোপর্দ করা হলে হেঁটে হেঁটেই পুলিশের গাড়িতে উঠেন তিনি। সেসময় মনে হয়নি তিনি মারা যাওয়ার মত গুরুতর আহত হয়েছেন।

নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে গত ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ