Monday, August 18, 2025

বিএনপি নেতার মন্তব্য

‘তারেক রহমান হবেন পরবর্তী প্রধানমন্ত্রী’

আরও পড়ুন

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার বিজয়কে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে হলে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জন্য অনেক কিছু করেছেন। তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, শেখ হাসিনার নির্দেশে ওসি প্রদীপ টেকনাফে হত্যাকাণ্ড চালিয়েছে। শেখ হাসিনা সরকার মাদক সম্রাটদের আশ্রয় দিয়েছে। লুটপাট ও দুর্নীতি করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তা আর হতে দেওয়া হবে না, জনগণের হক জনগণকে বুঝিয়ে দিতে হবে।

আরও পড়ুনঃ  আজহারির সঙ্গে জামায়াত নেতার সৌজন্য সাক্ষাৎ

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি সাবের আহমদ, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদাসহ অনেকে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ