Monday, August 18, 2025

বগুড়ায় একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন লাবনী

আরও পড়ুন

বগুড়ার শেরপুরে লাবনী আক্তার নামের এক নারী এক সঙ্গে ৩টি কন্যা সন্তান প্রসব করেছেন। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন প্রসূতির স্বামী শাকিল খান।

তিনি জানান, বুধবার (৪ সেপ্টেম্বর) আলট্রাসনোগ্রাম করে দেখা যায়, তার স্ত্রীর পেটে ৩টি সন্তান রয়েছে। প্রথমে ভয় পেলেও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চিকিৎসকের পরামর্শে সেখানেই ভর্তি করি।

আরও পড়ুনঃ  ছাত্রদের ত্রাণসামগ্রী ছিনিয়ে নিলেন বিএনপি নেতা, উদ্ধার করল সেনাবাহিনী

এরপর সফল অস্ত্রোপচারের মাধ্যমে ৩টি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। মা ও সন্তান সবাই সুস্থ আছেন। সন্তানদের নাম রেখেছেন হুমায়রা খাতুন, লাবীবা আক্তার ও আফিফা খাতুন। শাকিল খান ও লাবনী আক্তার দম্পতির বাড়ি শেরপুর পৌরশহরের গোসাইপাড়া এলাকায়।

২০২২ সালে মে মাসে উভয় পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এরপর দুই বছরের সংসার জীবনে স্বাভাবিকভাবেই গর্ভধারণ করেন তার স্ত্রী।

খোঁজ নিয়ে জানা যায়, প্রসব বেদনা শুরু হলে গৃহবধূ লাবনী আক্তার বগুড়ার শজিমেক হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত আল্ট্রাসানোগ্রাম করেন। রিপোর্টে দেখা যায় তার গর্ভে ৩টি বাচ্চা রয়েছে।

আরও পড়ুনঃ  সীমান্তে বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি

পরে দ্রুত ওই গৃহবধূকে অপারেশন করা হয়। অপরেশন সফলভাবে সম্পূর্ণ হয়। সেই সঙ্গে সুস্থ শরীরে একটি একটি করে তিনটি ফুটফুটে নবজাতক প্রসব করেন লাবনী আক্তার।

হাসপাতালের চিকিৎসক জানান, নবজাতক তিনজনই কন্যা সন্তান। পরিবারের লোকজন তাদের নামও রেখেছেন। বর্তমানে সন্তান ও মা সুস্থ আছেন। বাচ্চাগুলোর ওজনও ঠিকই আছে বলে মন্তব্য করেন তিনি।

নবজাতকদের পিতা শাকিল আরো বলেন, সংসারে মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহারের নাম হলো কন্যা সন্তান। তাই একসঙ্গে ৩টি কন্যা সন্তানের বাবা হতে পেরে খুবই খুশি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি।

আরও পড়ুনঃ  কালবেলার সাংবাদিক গুলিবিদ্ধ

এ ছাড়া সন্তান ও মা সবাই সুস্থ রয়েছেন। তার পরিবারে আল্লাহর পক্ষ থেকে সুখ ও শান্তি নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ