Thursday, July 10, 2025

‘আন্দোলনে গুলি না চালানোর’ রিটের শুনানি আজও হচ্ছে না

আরও পড়ুন

আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজ বৃহস্পতিবারও হচ্ছে না।

বৃহস্পতিবার (১ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা গেছে, বিচারপতি মোস্তফা জামান ইসলামের একক বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন। কিন্তু বেঞ্চের আরেক কনিষ্ঠ বিচারপতি ছুটি থাকায় আজ ডিভিশন বেঞ্চ বসবেন না।

এর আগে গতকাল বুধবার (৩১ জুলাই) এই রিটের শুনানি হওয়ার কথা ছিল কিন্তু ওই দিনও শুনানি হয়নি।

আরও পড়ুনঃ  বিমানবন্দরে স্বামীসহ আ.লীগ নেত্রী আটক

বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির দিন ধার্য ছিল।

শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে হাইকোর্টের এই বেঞ্চে আইনজীবী ও সাংবাদিকরা ভিড় জমান। পরে জানানো হয় যে, বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন ছুটিতে আছেন। এ কারণে ডিভিশন বেঞ্চ বসছেন না।

শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে হাইকোর্টের এই বেঞ্চে আইনজীবী ও সাংবাদিকরা ভিড় জমান। পরে জানানো হয় যে, বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন ছুটিতে আছেন। এ কারণে ডিভিশন বেঞ্চ বসছেন না।

আরও পড়ুনঃ  দুই মামলায় জামিন শমসের মুবিন চৌধুরীর, যেকোনো সময় মুক্তি পেতে পারেন

সর্বশেষ সংবাদ