চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শাহনাজ খাতুন অভিযোগ করেছেন, তাকে গ্রেফতার করে আম বাগানে নিয়ে পেটানো হয়েছে এবং পুলিশ তার ওপর অমানবিক নির্যাতন করেছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোলাহাটে তার একজন মহিলা কর্মী স্বামীর নির্যাতনের বিরুদ্ধে মামলা করতে গেলে ওসি ৫০ হাজার টাকা দাবি করেন। পরে তার সঙ্গে যোগাযোগ করলে সহায়তার আশ্বাস দিলেও পুলিশ কোনো সহযোগিতা করেনি বরং তাকে গ্রেফতারে হুমকি দেওয়া হয়।
২৮ জুন রাতে তাকে মেডিকেল মোড় এলাকা থেকে আটক করে ভোলাহাট থানায় নেওয়া হয়। সে সময় ওসি ওরেন্ট দেখাতে পারেননি। সে রাস্তা বেধে থানা যাওয়ার বিরোধিতা করলেও তাকে থানায় নেওয়া হয়। গভীর রাতে তাকে ভোলাহাট-শিবগঞ্জ সড়কের কোলমুগাড়া এলাকায় আম বাগানে নিয়ে গিয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত লাঠি দিয়ে পেটান। এরপর তাকে পুলিশ ফাঁড়িতে চোখ বেঁধে হাত বেঁধে রাত ১টা থেকে পরেরদিন বিকেল পর্যন্ত নির্যাতন করা হয়। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আদালতে নেওয়া হয়, তবে বিচারকের সামনে তাকে উপস্থিত করা হয়নি।
অপরদিকে, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শাহনাজ ওরেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং তাকে মারধর করা হয়নি। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, নিয়মিত মামলা থাকায় শাহনাজকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারের সময় তিনি গাড়িতে উঠতে চাইনি তাই মহিলা পুলিশের সাহায্যে তাকে গাড়িতে উঠানো হয় এবং কোনো নির্যাতন হয়নি। তিনি মন্তব্য করেন, মামলা থেকে রক্ষা পেতে এমন অভিযোগ করা হচ্ছে।