Thursday, July 10, 2025

১৯ জুলাই ‘ইতিহাসের সবচেয়ে বড়’ সমাবেশের ঘোষণা জামায়াতের

আরও পড়ুন

বাংলাদেশের রাজনীতিতে পূর্ণাঙ্গভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, এ লক্ষ্যেই তারা আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে চায় এবং ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি ‘ইতিহাসের সবচেয়ে বড়’ জনসমাবেশ আয়োজন করতে যাচ্ছে।

রাজধানীর এক অনুষ্ঠানে পরওয়ার বলেন, “জামায়াতে ইসলামী আজ জাতির সামনে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে— আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাই। আমরা সেই যোগ্যতা ও সক্ষমতা অর্জন করেছি।”

তিনি আরও বলেন, ১৯ জুলাইয়ের মহাসমাবেশ হবে শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটিকে তারা মনে করছেন ‘আল্লাহর শুকরিয়া আদায়ের’ ও ‘আত্মত্যাগ স্মরণের’ একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সমাবেশকে সফল করতে দলের প্রতিটি থানা ও ওয়ার্ড ইউনিটকে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

পরওয়ার বলেন, “এই সমাবেশ সফল করতে বিশ্রাম, আরাম, অজুহাত বাদ দিয়ে কাজ করতে হবে। ঢাকাকে জনসমুদ্রে পরিণত করাই আমাদের লক্ষ্য।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন চায়। একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “দেশে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি চালু করতে হবে। এতে করে কালো টাকা ও পেশিশক্তির দাপট কমবে, দক্ষ নেতৃত্ব উঠে আসবে।”

আরও পড়ুনঃ  ফেনীতে বন্যাকবলিত মানুষের পাশে ছাত্রশিবির সভাপতি

প্রবাসীদের ভোটাধিকার নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরে জামায়াত। পরওয়ার বলেন, “প্রায় ১ কোটি ১০ লাখ প্রবাসী দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের ভোটাধিকার নিশ্চিত করাও সময়ের দাবি।”

সমাবেশে শৃঙ্খলা বজায় রাখতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, “বর্ষাকাল হলেও মাঠ ছাড়া যাবে না। বৃষ্টিকে ভয় করে ঘরে বসে থাকলে হবে না। শৃঙ্খলা রক্ষা করতে হবে।”

বক্তব্যে পরওয়ার অতীতের রাজনৈতিক দমন-পীড়ন, নেতাদের ফাঁসি, কারাবরণ এবং আন্দোলনের সময়কার আত্মত্যাগের কথাও স্মরণ করেন। তিনি বলেন, “এই সব আত্মত্যাগের ফসল আজকের এই সম্ভাবনা। এখন আমাদের দায়িত্ব, আল্লাহর দেওয়া এই নেয়ামতের শুকরিয়া আদায় করা এবং দ্বীনের বিজয়ের জন্য সর্বশক্তি দিয়ে কাজ করা।”

আরও পড়ুনঃ  সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মারা গেছেন

সমাবেশ ঘিরে ইসলামি আন্দোলনের কর্মীদের প্রস্তুতির আহ্বান জানিয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামীর হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিরাপদ—এ কথা ১৯ জুলাইয়ের জনসমাবেশ প্রমাণ করবে ইনশাআল্লাহ।”

সর্বশেষ সংবাদ