Thursday, July 24, 2025

বঙ্গভবনের পর সচিবালয়ে তিন উপদেষ্টার দপ্তর থেকেও সরানো হলো বঙ্গবন্ধুর ছবি

আরও পড়ুন

বঙ্গভবনের দরবার হল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর ঘটনার পর এবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার দপ্তর থেকেও তাঁর ছবি সরানো হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে দায়িত্ব গ্রহণকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায়নি। এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন যে, দপ্তরে ছবি ছিল না।

আরও পড়ুনঃ  ছাত্রলীগ কেন নিষিদ্ধ, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের দপ্তর থেকেও একই অভিযোগ পাওয়া গেছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ বিল্লাহ জানিয়েছেন, দপ্তরে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে।

এছাড়া, নতুন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর সচিবালয়ে দায়িত্ব গ্রহণকালে তাঁর দপ্তরেও শেখ মুজিবুর রহমানের ছবি ছিল না বলে নিশ্চিত করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ।

এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর বিষয়টি উল্লেখ করেন। পোস্টে যুক্ত একটি ছবিতে দেখা যায়, তিনি যে স্থানে দাঁড়িয়ে ছবি তুলেছেন, সেখানে বঙ্গবন্ধুর ছবি আর নেই। ছবিটি আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ তুলেছেন বলে মাহফুজ আলম উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ  প্রেম করে বিয়ে করায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ৪ খণ্ড করল শ্বশুর

প্রসঙ্গত, বাংলাদেশের সংবিধানের ৪ ক অনুচ্ছেদে বলা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতিসহ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় এবং সরকারি-আধা-সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও দূতাবাসে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। ‘

এর আগে ২০০০ সালে আওয়ামী লীগ সরকার সব সরকারি অফিসে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন বাধ্যতামূলক করে আইন পাস করে। তবে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এই আইন বাতিল করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ