Friday, January 10, 2025

অস্ত্র হাতে সেই লিটন গ্রেপ্তার

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলাকারী লিটন আকন্দসহ দুই সহযোগীকে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডারও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ২টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র‍্যাব।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের বিরুদ্ধে লিটন নামক ব্যক্তিকে চাপাতি নিয়ে আক্রমণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ পরিপ্রেক্ষিত লিটন ও তার সহযোগীদের গ্রেপ্তারে করতে র‍্যাব তাদের নজরদারি বাড়ায়।

আরও পড়ুনঃ  দুপুরে আদালতে তোলা হবে আনিসুল ও সালমানকে

এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে লিটন আকন্দ ও তার সহযোগীদের গ্রেপ্তার করে র‍্যাব। যাত্রাবাড়ীতে তার গোপন আস্তানা থেকে ছাত্রদের আক্রমণের জন্য ব্যবহৃত ৪টি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার উদ্ধার করে র‌্যাব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলাসহ অস্ত্র আইনে তিনটি মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা ও একটি অন্যান্য ধারায় সর্বমোট ৯টি মামলা রয়েছে।
উল্লেখ্য, যাত্রাবাড়ী এলাকায় সে চাঁদাবাজির সঙ্গেও সম্পৃক্ত ছিল।কেউ চাঁদা দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো বলেও জানা যায়।

আরও পড়ুনঃ  মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

সর্বশেষ সংবাদ